বিশ্বাস করি, শেষ চারে যাব

ফুটবলের প্ৃথিবী সত্যিই দ্রুত বদলায়! যেমন আইএসএলে ফেভারিটদের তালিকায় থেকেও আমাদের এখন লড়তে হচ্ছে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য! আমরা কেন সেমিফাইনাল প্লে-অফের জন্য এখনও কোয়ালিফাই করতে পারিনি তার জন্য কোনও প্রশ্ন নয় আপাতত। নিজেদের প্রতি আমাদের বিশ্বাস এখনও অটুট। সঙ্গে আমরা এটাও জানি, আমাদের ভাগ্য এই মুহূর্তে আমাদের হাতেই রয়েছে। অন্য কোনও টিমের উপর মোটেও নির্ভরশীল নয়।

Advertisement

আন্তোনিও লোপেজ হাবাস

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৩
Share:

মঙ্গলবার হাবাসের ছবি তুলেছেন উৎপল সরকার

ফুটবলের প্ৃথিবী সত্যিই দ্রুত বদলায়! যেমন আইএসএলে ফেভারিটদের তালিকায় থেকেও আমাদের এখন লড়তে হচ্ছে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য!

Advertisement

আমরা কেন সেমিফাইনাল প্লে-অফের জন্য এখনও কোয়ালিফাই করতে পারিনি তার জন্য কোনও প্রশ্ন নয় আপাতত। নিজেদের প্রতি আমাদের বিশ্বাস এখনও অটুট। সঙ্গে আমরা এটাও জানি, আমাদের ভাগ্য এই মুহূর্তে আমাদের হাতেই রয়েছে। অন্য কোনও টিমের উপর মোটেও নির্ভরশীল নয়।

এই ধরনের পরিস্থিতিতে আমার ছেলেদের অনুপ্রেরণা বাড়াতে একটা কথাই মনে করিয়ে দিতে চাই, গোটা টুর্নামেন্টে আমরাই একমাত্র টিম যারা কখনও প্রথম চারের বাইরে যাইনি। যার অর্থ একটাই— ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা। সুতরাং আমরা শেষ চারে থাকব না এটা বিশ্বাস করতে কখনও রাজি নই।

Advertisement

ডেঞ্জিল ফ্র্যাঙ্কো তো চোটের জন্য কবে ছিটকে গিয়েছে। ম্যাচ ফিট হতে চলা কেভিন লোবোকেও পাওয়া যাবে না এফসি গোয়ার বিরুদ্ধে। তবে হোফ্রে ও সিলভেঁ মনসুরু— যে দু’জন মুম্বইয়ে যায়নি তাদের পাওয়া যাবে। তবে এ ব্যাপারে শেষ কথা বলবে মেডিক্যাল রিপোর্ট।

এই মুহূর্তে লিগ টেবলের যা অবস্থা তা ফুটবল দর্শকদের টানটান উত্তেজনার ম্যাচ দেখতে হাতছানি জোগালেও, কোচেরা কিন্তু কাগজে-কলমে অঙ্ক কষছেন। আসলে দু’মাসের এই লিগে কোনও টিমের পক্ষেই সম্ভব নয় লিগ টেবলে নিজেদের পজিশন নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করার। এ রকম পরিস্থিতিতে উৎকণ্ঠা থেকে দূরে থাকা সবার আগে দরকার। একটা জয়ই পারে আমাদের গোটা দলকে ফের জয়ের রাস্তায় ফিরিয়ে দিতে। সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আমাদের গোটা টিমই দৃঢ়প্রতিজ্ঞ। কারণ বিশ্বাস করি আমরা খেতাব জয়ের অন্যতম দাবিদার।

সব শেষে একটা কথা বলি, আমাদের ছেলেরা সবাই পেশাদার। কাজেই চাপের প্রশ্ন নেই। আমাদের মাথায় শুধু একটাই অঙ্ক। সেটা হল— তিন পয়েন্ট চাই যেনতেন প্রকারে। আর কে না জানে, ফুটবলে একটা জয়ই পারে সব সমস্যার সমাধান করে দিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন