ম্যাঞ্চেস্টারের চমক অ্যারনও

কখনও সখনও পাঁচ ওভারের মধ্যেই আপনি হেরে বসতে পারেন। অন্য সময় হলে যেটা ঘটতে পাঁচ দিন লেগে যায়। ওল্ড ট্র্যাফোর্ডে যেন নাশকতামূলক তেরোটা ডেলিভারি ভারতকে মাটিতে চিৎপাত করে দিল! তার পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দল মাটি থেকে উঠে দাঁড়াবার চেষ্টা চালাচ্ছে। এবং কণামাত্র জায়গা দখল করার জন্যও দুরন্ত স্পিরিট দেখাচ্ছে। ইংল্যান্ড এখনও হায়নার মতো অপেক্ষমান এবং আশায় আছে, হামাগুড়ি কাটা ভারত যথাসময়ে জ্ঞান হারাবে।

Advertisement

রবি শাস্ত্রী

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ০৪:০৭
Share:

বৃষ্টিতে বেহাল ওল্ড ট্র্যাফোর্ড। -এএফপি

কখনও সখনও পাঁচ ওভারের মধ্যেই আপনি হেরে বসতে পারেন। অন্য সময় হলে যেটা ঘটতে পাঁচ দিন লেগে যায়। ওল্ড ট্র্যাফোর্ডে যেন নাশকতামূলক তেরোটা ডেলিভারি ভারতকে মাটিতে চিৎপাত করে দিল! তার পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দল মাটি থেকে উঠে দাঁড়াবার চেষ্টা চালাচ্ছে। এবং কণামাত্র জায়গা দখল করার জন্যও দুরন্ত স্পিরিট দেখাচ্ছে। ইংল্যান্ড এখনও হায়নার মতো অপেক্ষমান এবং আশায় আছে, হামাগুড়ি কাটা ভারত যথাসময়ে জ্ঞান হারাবে।

Advertisement

সামান্য হলেও ভারতের লড়াই সম্ভব হয়েছে চমকপ্রদ ধোনির জন্য। কষ্টেসৃষ্টে হলেও ধোনি বেশির ভাগ রান করেছে দু’দিকের উইকেট থেকেই। বিশেষ করে যতক্ষণ রবি অশ্বিনের চেন্নাই-স্পিরিট ঘণ্টাখানেক ওকে সঙ্গ দিয়েছিল। ভারত সে জন্যই দেড়শো টপকাতে পেরেছে এবং এক দল ভারতীয় সমর্থক বাউন্ডারির বিলবোর্ডে আছড়ে পড়া কিছু শটও দেখতে পেয়েছেন। স্টুয়ার্ট ব্রড এর পর ভারতীয় ব্যাটিং-লেজ ছেঁটে ফেলে। তবে ম্যাঞ্চেস্টারে দুই ভয়ঙ্কর ইংরেজ পেসারের মধ্যে প্রভেদ হল, ব্রডের অর্ধেক উইকেট অ্যান্ডারসন পেলেও প্রভাবে সেটা দ্বিগুণ।

অ্যান্ডারসন ওর তিন শিকারকে একটা রানও করতে দেয়নি। বিরাট কোহলিকে ও ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। অ্যান্ডারসন ওকে কতটা সুইং করাবে, কাট করাবে কিংবা ওর নিজের অফস্টাম্পটা ঠিক কোথায় কোনও ব্যাপারেই কোহলি এখন নিশ্চিত নয়। কোহলি ভারতীয় ব্যাটিংয়ের গর্ব কিন্তু অ্যান্ডারসন সেই গর্বকে ছোট করে দিয়েছে। হতে পারে ইংল্যান্ডের অভিজ্ঞতা কোহলিকে আরও ভাল ব্যাটসম্যান করে তুলবে। ওল্ড ট্র্যাফোর্ডে তার পরেও ভারত নিজেদের গুছিয়ে নেওয়ার প্রয়াস করছে মিডিয়াম পেসারদের হাত ধরে। ভুবি কুমার পিচ থেকে আড়াআড়ি মুভমেন্ট খুঁজে পেয়েছে। তবে চমকের নাম বরুণ অ্যারন। শর্ট বল করার ক্ষেত্রে ও নজর কেড়েছে। ইংল্যান্ড ব্যাটিংয়ের ভিত যে দু’জন তৈরি করে সেই কুক আর ব্যালান্স, দু’জনকেই আউট করেছে। দু’দিনের শেষ দু’টো সেশনেই ইংল্যান্ড আবিষ্কার করেছে ক্রিজে ওদের শেষ বিশেষজ্ঞ জুটি এসে ঠেকেছে!

Advertisement

তা সত্ত্বেও চতুর্থ টেস্টের উপর এখনও ইংল্যান্ডই শক্ত ভাবে পা দিয়ে রেখেছে। ভারতকে কোনা থেকে বেরিয়ে আসার জন্য দ্বিতীয় ইনিংসে কোহলিকে পুরনো কোহলি হয়ে উঠতে হবে। পূজারাকে গত মরসুমের মতো ক্রিজে নিজেকে দেখাতে হবে। অলৌকিক কিছু ঘটাতে বিজয় আর রাহানেকে নিজেদের ক্ষমতা ছাড়িয়েও অনেক দূর যেতে হবে।

ভারতের মাহেন্দ্রক্ষণ!

ভারত

প্রথম ইনিংস ১৫২।

ইংল্যান্ড

প্রথম ইনিংস (আগের দিন ১১৩-৩)

বেল ক ধোনি বো ভুবনেশ্বর ৫৮

জর্ডান ক অ্যারন বো ভুবনেশ্বর ১৩

রুট নট আউট ৪৮

মইন বো অ্যারন ১৩

বাটলার নট আউট ২২

অতিরিক্ত ২৩

মোট ২৩৭-৬।

পতন: ২১, ৩৬, ১১৩, ১৩৬, ১৪০, ১৭০।

বোলিং: ভুবনেশ্বর ১৮-৬-৪৭-৩, পঙ্কজ ১৭-২-৭৯-০,

অ্যারন ১৬-২-৪৮-৩, অশ্বিন ১৩-১-২৮-০, জাডেজা ৭-০-২১-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন