মন্টে কার্লোয় ওয়ারিঙ্কা, ব্রায়ান ভাইদের ইতিহাস

তেরো বছর পর ১০০০ এটিপি পয়েন্টের মাস্টার্স ফাইনালে প্রথম সুইস গৃহযুদ্ধে কিংবদন্তি রজার ফেডেরারকে ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-২ হারিয়ে জীবনের প্রথম মাস্টার্স খেতাব জিতলেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা।

Advertisement

সংবাদ সংস্থা

মোনাকো শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ০৩:৪৭
Share:

জন্মদিনের বিশেষ পোশাকে মারিয়া শারাপোভা। শনিবার ২৭ বছরে পা দিলেন শারাপোভা। স্টুটগার্টে। ছবি: গেটি ইমেজেস।

তেরো বছর পর ১০০০ এটিপি পয়েন্টের মাস্টার্স ফাইনালে প্রথম সুইস গৃহযুদ্ধে কিংবদন্তি রজার ফেডেরারকে ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-২ হারিয়ে জীবনের প্রথম মাস্টার্স খেতাব জিতলেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। যিনি এ বছরই জিতেছেন কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম (অস্ট্রেলীয় ওপেন) খেতাবও। সেখানে ফাইনালে হারিয়েছিলেন আনফিট নাদালকে।

Advertisement

রবিবার মন্টে কার্লো মাস্টার্স ফাইনালে বিধ্বংসী ফেডেরারকে হারালেন এক সেট পিছিয়ে পড়ার পর দুর্দান্ত ভাবে উঠে দাঁড়িয়ে। দ্বিতীয় সেটের টাইব্রেকে জেতার পর ওয়ারিঙ্কাকে ধরাছোঁয়া সম্ভব হয়নি জীবনের প্রথম মন্টে কার্লো ক্লে কোর্ট খেতাব জিততে বদ্ধপরিকর ফেডেরারের। নির্ণায়ক তৃতীয় সেটে নিজের প্রথম দু’টো সার্ভিস গেমই হারিয়ে ০-৪ পিছিয়ে পড়লে ম্যাচের ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে যায়। মন্টে কার্লোয় চার বার ফাইনাল খেলে তিন বার নাদাল এবং এ দিন ওয়ারিঙ্কার বিরুদ্ধে শেষ হার্ডল টপকাতে ব্যর্থ ফেডেরার। অন্য দিকে, ২০০৮ রোম মাস্টার্স ফাইনালে জকোভিচ এবং গত বছর মাদ্রিদ মাস্টার্স ফাইনালে নাদালের কাছে হারের পর তৃতীয় চেষ্টায় মাস্টার্স খেতাবের স্বাদ পেলেন ওয়ারিঙ্কা মন্টে কার্লোয়। ফেডেরারের সঙ্গে ১৫ সাক্ষাতে আজ মাত্র দ্বিতীয় জয় পেলেও ওয়ারিঙ্কার দু’টো জয়ই মন্টে কার্লোয়। ২০০৮-এ এখানে তৃতীয় রাউন্ডে ওয়ারিঙ্কা হারান তাঁর সিনিয়র সুইস পার্টনারকে।

অন্য দিকে, মন্টে কার্লোয় যমজ ভাই বব-কে নিয়ে ডাবলস চ্যাম্পিয়ন হয়ে মাইক ব্রায়ান নিজের শততম এটিপি ডাবলস খেতাব পেলেন। ডাবলসে এটিপি খেতাবের সেঞ্চুরি টেনিসের ইতিহাসে এই প্রথম। বিখ্যাত আমেরিকান ব্রায়ান ভাইদের জুটির এটা ৯৮তম পেশাদার ডাবলস খেতাব। সেটাও বিশ্বরেকর্ড। ফাইনালে ব্রায়ান ভাইয়েরা হারান ডডিগ-মেলোকে। ৬-৩, ৩-৬, ১০-৮।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন