রায় মঙ্গলবার, দশ বছরের কারাবাস হতে পারে অস্কারের

দশ বছরের কারাদণ্ড? না কি অন্য কোনও সাজা? বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের অভিযোগে দক্ষিণ আফ্রিকার অলিম্পিয়ান ‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াসের ভাগ্যে কী শাস্তি অপেক্ষা করছে তা জানতে অপেক্ষা আর মাত্র ৯৬ ঘণ্টা।

Advertisement

সংবাদ সংস্থা

প্রিটোরিয়া শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ০৩:২২
Share:

শুক্রবার শুনানির পর। ছবি: রয়টার্স

দশ বছরের কারাদণ্ড? না কি অন্য কোনও সাজা?

Advertisement

বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের অভিযোগে দক্ষিণ আফ্রিকার অলিম্পিয়ান ‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াসের ভাগ্যে কী শাস্তি অপেক্ষা করছে তা জানতে অপেক্ষা আর মাত্র ৯৬ ঘণ্টা।

মঙ্গলবার প্রিটোরিয়ার আদালতে দুনিয়া জুড়ে বহু আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন বিচারক থোকোদিল মাসিপা। শুক্রবারই আদালতে শুনানির শেষ দিন ছিল অস্কারের। মামলার গতিপ্রকৃতি যে দিকে এগোচ্ছে তাতে দক্ষিণ আফ্রিকার আইনজীবী মহলের একটা বড় অংশের অনুমান, বড় কোনও অঘটন না ঘটলে দশ বছরের কারাদণ্ড হতে চলেছে অস্কারের।

Advertisement

এ দিন শুনানির পর, রিভার আইনজীবী গেরি নেল বলেন, “অপরাধীর ন্যূনতম দশ বছরের কারাদণ্ড হলে সমাজের সকল স্তরের মানুষ খুশি হবে।” ২০১৩-র ১৪ ফেব্রুয়ারি প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত খুনের জন্য পিস্টোরিয়াসকে বিচারক গত মাসেই এই মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। নেল এ দিন আরও বলেন, “রিভা বন্ধ দরজার ওপারে ছোট্ট একটা কিউবিকলের ভিতরে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। ওর হাতে, মাথায় ও কোমরে গুলি লেগেছিল। সেই ছবিটা এখনও মনে এলে শিউরে উঠতে হয়।”

পিস্টোরিয়াসের আইনজীবী ব্যারি রু আবার বলেন, তার দু’পা হারানো অ্যাথলিট মক্কেল স্টিনক্যাম্পকে হত্যার সময় ঘরে অন্য কোনও ব্যক্তি অনুপ্রবেশ করেছে বলে ভুল করে গুলি চালিয়েছিল। এই ঘটনাতেই দুঃখজনক ভাবে রিভার মৃত্যু হয়। রু-র কথায়, “এই হত্যার পিছনে অস্কারের নিরাপত্তার অভাব ও আশঙ্কা কাজ করেছিল। কিন্তু খুনের মোটিভ ছিল না কোনও ভাবেই। শাস্তি দেওয়ার আগে অপরাধীর মনের এই ব্যাপারটাও দেখা বাঞ্ছনীয়।” সঙ্গে এটাও বলেন, “জীবনের সব কিছু হারিয়েছে অস্কার। এমনকী মামলা চালানোর অর্থটুকুও এই মুহূর্তে নেই ওর কাছে।” রু যখন বিচারকের সামনে এই সওয়াল করছেন, তখন বেঞ্চে বসে অস্কারকে কাঁদতে দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন