শেষ হয়েও শেষ আটে ভারত

বিশ্ব হকি লিগ ফাইনালসে নেদারল্যান্ডসের কাছেও হারল ভারত। টুর্নামেন্টে তাদের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে আর্জেন্তিনার কাছে ০-৩ হারার পর এ দিন হারল ১-৩। গত বছর ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে গ্রুপ লিগে হারের বদলাও নিল ডাচরা। তবে এ দিনের হারের পরেও টুর্নামেন্টে থাকছে রঘুনাথদের ভারত। পুল ‘বি’-তে এক পয়েন্ট নিয়ে একদম শেষ স্থানে থাকায় কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ পুল ‘এ’-র চ্যাম্পিয়নরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০২:৪৭
Share:

বিশ্ব হকি লিগ ফাইনালসে নেদারল্যান্ডসের কাছেও হারল ভারত। টুর্নামেন্টে তাদের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে আর্জেন্তিনার কাছে ০-৩ হারার পর এ দিন হারল ১-৩। গত বছর ভুবনেশ্বরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে গ্রুপ লিগে হারের বদলাও নিল ডাচরা। তবে এ দিনের হারের পরেও টুর্নামেন্টে থাকছে রঘুনাথদের ভারত। পুল ‘বি’-তে এক পয়েন্ট নিয়ে একদম শেষ স্থানে থাকায় কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ পুল ‘এ’-র চ্যাম্পিয়নরা। যা শুরু হবে আগামী বুধবার থেকে।এ দিন ৩৬ মিনিটের মাথায় ডাচদের পেনাল্টি কর্নার থেকে এগিয়ে দেন মিঙ্ক ফান দার উইরদেন। সাত মিনিট পরেই মির্কো প্রুইজারের গোল। ০-২ পিছিয়ে চিঙ্গলেনসানা সিংহের গোলে ভারত ম্যাচে ফিরলেও ৫৪ মিনিটে রোয়েল বোভেনডার্টের গোলে ৩-১ করে নেদারল্যান্ডস। এ দিন জয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল ডাচরাই।

Advertisement

হারের পর ভারতের ডাচ কোচ রোল্যান্ট ওল্টম্যান্স বলেন, ‘‘ফাইনাল পাস বাড়ানোর দুর্বলতা আজ বড় হয়ে দেখা দিল। এই জায়গাগুলো দ্রুত শুধরে ফেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন