২০১৪

চলে যেতে বসা বছরের যন্ত্রণা, আনন্দ, শোক, উল্লাসের কোলাজ...চলে যেতে বসা বছরের যন্ত্রণা, আনন্দ, শোক, উল্লাসের কোলাজ...

Advertisement
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৪ ০৪:৪৯
Share:

ব্যালান্স হারিয়ে ওর উপর পড়ে গিয়েছিলাম। আমার মুখে খুব লেগেছে। গাল ছড়ে গিয়েছে, দাঁতেও প্রচণ্ড ব্যথা।

Advertisement

বিশ্বকাপে চিয়েলিনিকে কামড়ে লুই সুয়ারেজ

ফিলের আত্মা চিরতরে ক্রিকেটের অংশ হয়ে গেল। শান্তিতে ঘুমোও বন্ধু, ক্রিজে দেখা হবে।

Advertisement

ফিলিপ হিউজের অন্ত্যেষ্টিতে মাইকেল ক্লাকর্

এই পুরস্কার আমার কাছে মূল্যহীন। বাকি সব কিছুই অর্থহীন। কোনও কিছুই আমাকে সান্ত্বনা দিতে পারবে না।

বিশ্বকাপ ফাইনাল হেরে গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

হয় কাপটা বড্ড বড়, না হলে আমার নাক। যাই হোক, আমার ছেলেদের জয়টা সবচেয়ে বড়! লাভ ইউ কলকাতা!

আইপিএল জিতে শাহরুখ খান

টিমের আমিই বস্‌। আমি যা মনে করব, সেটাই করব।

আইএসএল জিতে আটলেটিকো দে কলকাতা কোচ আন্তোনিও হাবাস

বিরাট ছুরি মেরেছিল ধবনকে। ড্রেসিংরুমের উপর সিনেমা করুন। মার্ভেল আর ওয়ার্নার ব্রাদার্স এই গল্পগুলো দেখতে পারে। ভাল সিনেমা হবে।

কোহলি-ধবন বিতর্কে ধোনি

তেন্ডুলকর বা দ্রাবিড়কে ফোন করে ক্ষমা চাইতে পারে গ্রেগ। কিন্তু আমাকে ফোন করে দেখুক তো! ক্ষমা চাওয়ার সময় চলে গিয়েছে। ও যা করেছে, ক্ষমা করা যায় না।

গ্রেগ চ্যাপেল প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়

গোটজেকে বলেছিলাম যাও, গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দাও তুমি মেসির চেয়েও ভাল।

কাপ ফাইনালের একমাত্র গোলদাতা নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মান কোচ জোয়াকিম লো

ওকে কোনও দিন ক্ষমা করতে পারব না। জানি না ইচ্ছে করে আমাকে মেরেছিল কি না, কিন্তু সবাই জানে ব্যাপারটা স্বাভাবিক নয়।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জুনিগার হাঁটুর ধাক্কায় শিরদাঁড়া ভাঙার পর নেইমার

সচিন তেন্ডুলকর কে?

উইম্বলডনে মারিয়া শারাপোভা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement