Tiger

বৈকুণ্ঠপুরে উদ্ধার হওয়া বাঘকে ছাড়া হল কলসের জঙ্গলে

কয়েক দিন আগে মৈপীঠের কাছে বৈকুণ্ঠপুর গ্রামে ঢুকে পড়েছিল বাঘটি।

বন দফতরের পেতে রাখা খাঁচায় ধরা পড়া বাঘটি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ২০:৫৮
Share:
Advertisement

কলস দ্বীপের জঙ্গলে ছেড়ে দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার বৈকুণ্ঠপুরে উদ্ধার হওয়া বাঘটিকে। মঙ্গলবার বিকেলে বন দফতরের পেতে রাখা খাঁচায় ধরা পড়েছিল সেটি। তাকে উদ্ধার করে ঝড়খালির বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে যান বন দফতরের কর্মীরা। সেখানে বাঘটির চিকিত্সা করা হয়। দক্ষিণ ২৪ পরগনার বন দফতরের এডিএফও অনুরাগ চৌধুরী জানান, বাঘটিকে সুস্থ করে বুধবার কলসের কাছে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

কয়েক দিন আগে মৈপীঠের কাছে বৈকুণ্ঠপুর গ্রামে ঢুকে পড়েছিল বাঘটি। একের পর এক গবাদি পশুর উপর হামলা চালাচ্ছিল সেটি। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁরা বন দফতরকে খবর দেন। বাঘটিকে ধরার জন্য দফতরের কর্মীরা খাঁচা পেতে রেখেছিলেন। মঙ্গলবার সেই খাঁচায় ধরা পড়ে বাঘটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement