Apple iPhone

দাদাগিরি বন্ধ মার্কিন বহুজাতিক সংস্থার, টাইপ সি চার্জার থেকে থার্ডপার্টি অ্যাপ ইনস্টলের সুযোগ দিচ্ছে অ্যাপ্‌ল

আইফোনে থার্ড পার্টি ইনস্টল করা থেকে শুরু করে সি টাইপ চার্জার দেওয়ার অনড় অবস্থান থেকে সরে আসা। ইউরোপীয় ইউনিয়ন সব সময়ই মার্কিন বহুজাতিক সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫
Share:

ছবি: সংগৃহীত।

আইফোনের চার্জিং পোর্ট অন্য সব ফোনের চেয়ে আলাদা। তাই রাস্তাঘাটে অহরহ বিপদে পড়তে হয় আইফোন ব্যবহারকারীদের। চার্জার সঙ্গে না রাখলে ফোনে চার্জ দেওয়ার কোনও উপায় থাকে না। কিন্তু আইফোন গ্রাহকদের হাজার অসুবিধা সত্ত্বেও এত দিন ‘স্মার্টফোনের এক ধরনের চার্জার’-এর নীতির তোয়াক্কা করেনি। অ্যাপ্‌লের সেই গুমর ভাঙতে বাধ্য করেছে একটি সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের স্মার্টফোনের চার্জার সংক্রান্ত নীতির কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছে অ্যাপ্‌ল।

Advertisement

অ্যাপ্‌লের ‘দাদাগিরি’ বন্ধ হয়ে গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কড়া নীতির কাছে। আইফোনে থার্ড পার্টি ইনস্টল করা থেকে শুরু করে সি টাইপ চার্জার দেওয়ার অনড় অবস্থান থেকে সরে আসা। ইউরোপীয় ইউনিয়ন সব সময়ই মার্কিন বহুজাতিক সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছে। অ্যাপ্‌ল এত দিন যে লাইটনিং পোর্ট দিত তা কোনও অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যেত না। আইফোন ১৫-এর মডেলগুলি থেকে সি পোর্ট চার্জার দেওয়া শুরু করে অ্যাপ্‌ল। তাই এখন আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন একই চার্জারে চার্জ করা সম্ভব হয়।

ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ২০২৩ সাল থেকে অ্যাপ্‌ল বাধ্য হয়েছিল সি পোর্ট চার্জার দিতে। ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়েছিল সমস্ত স্মার্টফোনের চার্জার একই রকম হতে হবে। অন্যান্য স্মার্টফোনের থেকে অ্যাপ্‌লকে স্বতন্ত্রও করে তার চার্জিং পোর্ট। তা ছাড়া এতে ব্যবসারও সুবিধা হয়। কারণ চার্জার হারালে বা খারাপ হলে অ্যাপ্‌ল থেকেই চার্জার কিনতে হয় আইফোন ব্যবহারকারীকে। একমাত্র ইউরোপের দেশগুলিতে অ্যাপ্‌লে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায়। দুনিয়ায় এই সুবিধা আর কোথাও নেই। আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফাইল দেওয়া-নেওয়া সম্ভব হয়েছে এই ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপেই। অ্যাপ্‌ল চাপের মুখে মাথা নত করতে বাধ্য হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement