Apple iPhone

আইফোনের আগে আরও একটি ফোন বাজারে এনে ব্যর্থ হয় অ্যাপ্‌ল! মার্কিন টেক জায়ান্টের কীর্তি শুনলে চমকে যাবেন

আইফোনের আগে মোটোরোলার সঙ্গে হাত মিলিয়ে আরও একটি ফোন তৈরি করেছিল মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্‌ল। কিন্তু, শেষ পর্যন্ত কেন ব্যর্থ হয়েছিল সেই ফোন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৭:৫২
Share:

—প্রতীকী ছবি।

বিশ্বের স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে জনপ্রিয়তম হল আইফোন। ২০০৭ সালে মুঠোবন্দি ডিভাইসটিকে বাজারে আনে মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্‌ল। তার পরেই স্মার্টফোনের সংজ্ঞা রাতারাতি বদলে গিয়েছিল বললে অত্যুক্তি করা হবে না। মজার বিষয় হল, আইফোন কিন্ত অ্যাপ্‌লের তৈরি করা প্রথম স্মার্টফোন নয়। তারও আগে মোটোরোলার সঙ্গে যৌথ উদ্যোগে একটি মুঠোবন্দি ডিভাইস বাজারে আনে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। যদিও তাতে সাফল্যের মুখ দেখেনি তারা।

Advertisement

২০০৫ সালে নতুন ধরনের একটি ফোন বাজারে আনতে মোটোরোলার সঙ্গে হাত মেলায় অ্যাপ্‌ল। ওই বছরই দুই সংস্থার যৌথ উদ্যোগে বাজারে আসে ‘মোটোরোলা রকার ই-১’। সেটাই ছিল বিশ্বের প্রথম ফোন, যাতে আইটিউন ব্যবহার করতে পারতেন গ্রাহক। কিন্তু, সমস্যার সূত্রপাত হয় সেখানেই।

‘মোটোরোলা রকার ই-১’ নামের ফোনটি যে দেখতে খুব আহামরি ছিল এমনটা নয়। স্মার্টলুক না থাকার জন্য কখনওই তা ক্রেতাদের সে ভাবে আকর্ষণ করেনি। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট ডিভাইসটিতে মাত্র ১০০টি গান শোনা যেত। কিন্তু, এর সফ্‌টঅয়্যার খুব খারাপ হওয়ায় একটি গান চালু হতেই অনেকটা সময় লেগে যেত। ফলে অচিরেই এর বিক্রি কমতে শুরু করে। অ্যাপ্‌লের তৎকালীন ‘চিফ এক্‌জ়িকিউটিভ অফিসার’ বা সিইও স্টিভ জোব্‌স নিজেই সংশ্লিষ্ট ফোনটি পছন্দ করেননি।

Advertisement

তবে, ২০০৫ সালের ঘটনা থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি। জোব্‌স বুঝে যান ফোনের দুনিয়ায় দুর্দান্ত কিছু করতে হলে কারও সঙ্গে হাত মিলিয়ে পথ চলা যাবে না। বরং সম্পূর্ণ নিজেদের দক্ষতায় স্মার্টফোন বাজারে আনতে হবে তাঁদের। ঠিক দু’বছরের মাথায় সেটাই করে দেখান তিনি। তাঁর হাত ধরেই শুরু হয় অ্যাপ্‌ল আইফোনের পথচলা। বাকিটা ইতিহাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement