Smartphone Tips

ভিডিয়োতে চোখ রেখে চ্যাটিং, গোপনীয়তা মেনে মেসেজে পিন! স্মার্টফোনের অদ্ভুত ফিচারগুলি জানেন?

অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, সমস্ত ধরনের স্মার্টফোনে রয়েছে বেশ কিছু অদ্ভুত ফিচার। কার্যকারিতা জানা না থাকার কারণে অনেকেই সেগুলিকে ব্যবহার করেন না। অথচ বাড়তি সুবিধার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ফিচারগুলি তৈরি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৬:২৪
Share:

—প্রতীকী ছবি।

অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে দিনকে দিন বদলে যাচ্ছে স্মার্টফোন। আর তাই ব্যবহারকারীকেও শিখতে হচ্ছে অ্যান্ড্রয়েডের নতুন নতুন ফিচার্স। স্মার্টফোনে আবার এমন কিছু সুযোগ-সুবিধা রয়েছে, যেগুলি সে ভাবে কখনওই ব্যবহার করতে দেখা যায় না গ্রাহকদের। তেমনই পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচারের হদিস রইল এই প্রতিবেদনে।

Advertisement

এই তালিকায় প্রথমেই আসবে স্পিল্‌ট স্ক্রিনের কথা। এর সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা হোয়াট্‌সঅ্যাপে কথোপকথনের সময়ে ভিডিয়ো দেখতে পারবেন। মোবাইল ফোনের স্ক্রিনে একই সঙ্গে চলবে দু’টি কাজ। আইফোনের পিঠে আবার দু’বার টোকা দিলে স্ক্রিনশট নেওয়ার রয়েছে সুযোগ। গ্রাহক তার পছন্দের কোনও অ্যাপ্লিকেশনকেও ওই কায়দায় ডাউনলোড করে নিতে পারবেন।

ব্যাকট্যাপ চালু করার জন্য আইফোন ব্যবহারকারীদের প্রথমে সেটিংসে গিয়ে অ্যাকসেসিবিলিটিতে ঢুকতে হবে। সেখানে রয়েছে টাচ অপশান। এর পর ওই বিকল্পের মধ্যে প্রবেশ করে ব্যাকট্যাপকে অন করতে হবে তাঁকে। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আইফোনের পিঠে দু’বার টোকা দিয়ে বহু কাজ সেরে নিতে পারবেন গ্রাহক।

Advertisement

বর্তমানে সমাজমাধ্যমে রিল্স দেখতে পছন্দ করেন বহু মানুষ। দিনকে দিন অনেকেই সেগুলিতে মগ্ন হয়ে পড়ছেন। ফলে তিন-চার ঘণ্টা টানা রিল্স দেখার কারণে থাকছে না সময়ের হুঁশ। এর জন্য ফোকাস মোড নামের একটি ফিচার রয়েছে স্মার্টফোনে। প্রযুক্তিবিদেরা সেটিংয়ে গিয়ে সেটিকে অন রাখার পরামর্শ দিয়েছেন। সে ক্ষেত্রে টানা রিল্‌স দেখতে থাকলে ফোনই গ্রাহককে মনে করিয়ে দেবে সময়।

এ ছাড়া গোপনীয়তার অধিকার বজায় রাখতে স্মার্টফোন ব্যবহারকারীদের স্ক্রিন পিনিং অপশনটি অন করে রাখা উচিত। এটা চালু থাকলে পরিচিত কেউ ফোন ঘাঁটাঘাঁটির সময়ে গ্যালারিতে উঁকিঝুঁকি মারতে পারবেন না। তবে ব্যক্তিগত তথ্যকে নিরাপদ রাখতে স্মার্টফোন হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement