Tips for Long Road Trip

গাড়িতে লম্বা সফরে বেরোনোর আগে ৫টি জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না

বেড়ানোর জন্য হোক বা প্রয়োজনে, কখনও না কখনও বাসে বা গাড়িতে দীর্ঘ সময়ের জন্য সফর করার দরকার হতেই পারে। তবে এই ধরনের সফরের কিছু অসুবিধাও রয়েছে। কিছু জিনিস সঙ্গে রাখলে যা কাটিয়ে ওঠা সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ২০:০০
Share:

ছবি : সংগৃহীত।

সামনে চওড়া হাইওয়ে। তার উপর দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে গাড়ি। মিনিটে মিনিটে বদলে যাচ্ছে দু’পাশের দৃশ্যপট। কখনও গ্রাম, কখনও শহর, কখনও খাঁ-খাঁ মাঠ, কোথাও জঙ্গল, কখনও ঝলমলে আলো, কখনও কুপকুপে অন্ধকার। এর মাঝখান দিয়ে গাড়িতে শনশনিয়ে ছুটে চলার আলাদা মোহ আছে, মানতেই হবে। তবে গাড়িতে রাস্তায় দীর্ঘ সফরে কিছু যন্ত্রণাও ভোগ করতে হয় যাত্রীদের। দীর্ঘ সফর আরামদায়ক করতে সঙ্গে রাখতে পারেন পাঁচটি জিনিস।

Advertisement

১। নেক পিলো

বাসে বা গাড়িতে ঘুম পেলে মাথা হেলিয়ে দেওয়ার সুযোগ সব সময় থাকে না। নেক পিলো সেই আরাম দিতে পারে। এতে অস্বস্তিকর ভাবে ঘাড় কাত করে ঘুমিয়ে ঘাড়ে ব্যথা হওয়ার ঝুঁকিও থাকবে কম।

Advertisement

২। হালকা চাদর

সব সময় এই ধরনের সফরে হালকা একটি চাদর সঙ্গে রাখুন। বাসে অথবা গাড়িতে এসি চলবে সকলের কথা ভেবে। তাতে আপনার ঠান্ডা লাগলে মুশকিল। গায়ে একটি চাদর জড়িয়ে নিলে সেই সমস্যা হবে না।

৩। সাবান এবং টিস্যু

দীর্ঘ সফরে খাওয়াদাওয়ার জন্য বা শৌচাগার ব্যবহারের জন্য যেকোনও জায়গায় নামতে হতে পারে। তাই সঙ্গে সব সময় টিস্যু পেপার এবং সাবান রাখুন। তা দিয়ে হাত পরিষ্কার করে নিতে সুবিধা হবে। টিস্যু আরও নানা কাজে লাগতে পারে।

৪। খাবার

সারা রাতের সফর হলে তো বটেই। ৫-৬ ঘণ্টা গাড়িতে যেতে হলেও সঙ্গে খাবার রাখুন। তেল মশলা জাতীয় খাবার না রেখে, সহজে খাওয়া যায় এবং হাতও নোংরা হবে না, এমন স্বাস্থ্যকর খাবার রাখুন। দরকার হলে রুটি এবং তরকারিও রোলের মতো করে কাগজে মুড়ে বাক্সে রাখতে পারেন। তাতে হাত বাঁচিয়েই স্বাস্থ্য়কর বাড়ির খাবার খেতে পারবেন।

৫। জল এবং ওষুধ

দীর্ঘ ক্ষণের সফরে অনেক সময় অসুস্থ বোধ করেন অনেকে। গা গুলনো, বমি ভাব হতে পারে। তাই সঙ্গে অ্যান্টাসিড জাতীয় ওষুধ এবং অন্যান্য দরকারি ওষুধ রাখুন। সঙ্গে রাখুন জলও। যাতে দীর্ঘ সফরে নিজেকে আর্দ্র রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement