Monsoon Destinations

বর্ষায় আপনার অপেক্ষায় রয়েছে ভারতের এই সব মনসুন ডেস্টিনেশন

বর্ষা এলেই মনটা পালাই পালাই করে। সারা দিন বৃষ্টি, মেঘলা আকাশের মন খারাপ করা দিনগুলোয় রোজকার একঘেয়ে জীবন যেন আরও অসহ্য হয়ে ওঠে। এই সময় কয়েক দিন ছুটি কাটিয়ে এলে কেমন হয়?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১৪:৫১
Share:

পাহাড়, সবুজে ঘেরা ভারত বর্ষায় যেন আরও সুন্দর হয়ে ওঠে।

বর্ষা এলেই মনটা পালাই পালাই করে। সারা দিন বৃষ্টি, মেঘলা আকাশের মন খারাপ করা দিনগুলোয় রোজকার একঘেয়ে জীবন যেন আরও অসহ্য হয়ে ওঠে। এই সময় কয়েক দিন ছুটি কাটিয়ে এলে কেমন হয়?

Advertisement

পাহাড়, সবুজে ঘেরা ভারত বর্ষায় যেন আরও সুন্দর হয়ে ওঠে। বিভিন্ন হলিডে ডেস্টিনেশনে এখন তাই শুরুও হয়ে গিয়েছে মনসুন ভ্যাকেশন। পাহাড় যেমন বর্ষায় দুর্গম, বিপজ্জনক হয়ে ওঠে, তেমনই আবার পশ্চিমঘাট, দক্ষিণ ভারত, উত্তর-পূর্ব ভারতের অনেক জায়গা রয়েছে বর্ষায় যেগুলোর মনোরম সৌন্দর্য যেন হাতছানি দেয়। পশ্চিম ভারতের গোয়া, লোনাভালা, দক্ষিণ ভারতের কোডাইকানাল, কুর্গ, মুন্নার, উত্তর-পূর্ব ভারতের শিলং এমনই কয়েকটা নাম।

মেঘালয়ের পাহাড়ের কোল যেমন মেঘ-বৃষ্টির লুকোচুরিতে সুন্দর হয়ে ওঠে বর্ষায়, তেমনই সুন্দর হয়ে ওঠে গোয়ার পাহাড় ঘেরা সমুদ্র। আবার মুন্নারের জঙ্গলও বর্ষায় হয়ে ওঠে রহস্যময়। তাই পাহাড়, সমুদ্র, জঙ্গল যাই পছন্দ হোক না কেন বর্ষায় ছুটি কাটাতে চলে যেতে পারেন যে কোনও একটায়। ঐতিহাসিক শহর যদি আপনাকে টানে তা হলে যেতে পারেন রাজস্থানের উদয়পুরে। অপূর্ব এই শহর এখন ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

আরও পড়ুন: মেঘ-পাহাড়ের টানে শিলং আর মৌসিনরাম

প্রতিটা ডেস্টিনেশনই মধ্যবিত্তের নাগালের মধ্যে। নিজের বাজেট ও সময় অনুযায়ী বেছে নিতে পারেন ট্রেন বা প্লেন। দুটোর সংখ্যাই প্রতুল। আবার নির্দিষ্ট রাজ্যে পৌঁছে গিয়ে করতে পারেন রোড ট্রিপও। বর্ষায় রোড ট্রিপ অসাধারণ এক অভিজ্ঞতা উপহার দেবে আপনাকে। গোয়া, কুর্গে সেলফ ড্রাইভ রোড ট্রিপের সুবিধাও রয়েছে। সব জায়গাতেই রয়েছে বাজেট হোটেল। একটু অ্যাডভেঞ্চার চাইলে আবার প্রকৃতির কোলে মনসুন টেন্টেও থাকতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন