Combination Lock Revive Strategy

কম্বিনেশন লকের ট্রলি কিনে ফ্যাসাদে পড়েছেন? তালা খুলতে না পারলে কী করবেন?

বেড়াতে গিলে ট্রলির কম্বিনেশন লকের নম্বর ভুলে গেলে বিপদের শেষ থাকবে না। ঝক্কি এড়াতে কী করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৬
Share:

কিনে আনার পরে ট্রলির কম্বিনেশন লকের নম্বর ভুলে গিয়েছেন? কী ভাবে ট্রলি খুলবেন? ছবি: সংগৃহীত।

বেশ কিছু ট্রলি ব্যাগে আলাদা করে তালার দরকার হয় না, সঠিক নম্বর ঘোরালেই তার তালা খুলে যায়। এর যেমন সুবিধা আছে, তেমনই হ্যাপাও কম নয়। মোক্ষম সময়ে দেখা গেল, আগে থেকে সেট করা নম্বরটি কিছুতেই মনে পড়ছে না। তখন উপায়?

Advertisement

আবার এমনও হতে পারে, কেনার সময় হয়তো নম্বরটি জেনেছিলেন। নতুন করে নম্বর সেট করেননি। তার পরে বাড়ি এসে ট্রলি তুলে রেখেছেন। মাস ছয়েক পরে যখন সেই ট্রলিটি ব্যবহারের দরকার পড়ল, তখন দেখা গেল তালা আর খুলছে না। কারণ, কম্বিনেশন লক খোলার নির্দিষ্ট নম্বরটি মনে নেই। হতেই পারে, তালা খোলার নম্বরগুলি সেগুলি এদিকে-ওদিক ঘুরে গিয়েছে। ফলে সেটি আটকে গিয়েছে।

বেশির ভাগ ট্রলিতেই লকটি থাকে তিনটি নম্বরের। তালার গোলাকার চাকতি ঘুরিয়ে নির্দিষ্ট নম্বর পাশাপাশি এলে তবেই চেন খোলা যায়। সেই নম্বর ভুললেই বিপদ। এ ক্ষেত্রে যা যা করতে পারেন।

Advertisement

১। অনেক কম্বিনেশন লকেই, নতুন করে নম্বর সেট করার জন্য নির্দিষ্ট একটি বোতাম থাকে। খুব সূক্ষ্ম হয়ে সেগুলি। কাঠি বা পিন দিয়ে সেই বোতাম চেপে ধরে নতুন করে নম্বর সেট করে নেওয়া যায়।

২। নিজে থেকে নতুন করে নম্বর সেট করে না থাকলে আর একটি কৌশল অনুসরণ করতে পারেন। কম্বিনেশন লকে ‘রিসেট’ বা নতুন করে নম্বর সেট করার বোতাম না থাকলে, চেনা কয়েকটি কম্বিনেশন দিয়ে তালা খোলার চেষ্টা করুন। ‘০০০’, ‘৯৯৯’, ‘১২৩’ সাধারণত এই ধরনের নম্বরগুলি দিয়ে প্রাথমিক ভাবে তালাগুলি সেট করা থাকে। এক বার চেষ্টা করে দেখতে পারেন, এতে তালা খোলে কি না।

৩। উপায় আছে আরও। তবে তা সময় এবং ধৈর্য সাপেক্ষ। প্রথম চাকাটি ০-তে রেখে বাকি চাকাগুলিতে বিভিন্ন নম্বর এক এক করে ঘুরিয়ে দেখুন। এতে অনেক সময় লাগলেও ঠান্ডা মাথায় কাজ করলে, এক সময় তালার সঠিক কম্বিনেশন নম্বরটি পেয়ে যাবেন।

ঝঞ্ঝাট এড়াতে কী করণীয়?

· বেড়াতে গিয়ে নম্বর ভুলে গিয়ে ট্রলি খুলতে না পারলে ঝক্কির শেষ থাকবে না। সে জন্য নির্দিষ্ট নম্বর সেট করে মোবাইলে নোটপ্যাডের কোনও জায়গায় বা সুরক্ষিত কোনও ফাইলে সেটি লিখে রাখুন।

· বিশ্বস্ত কাউকে তালাটির সঠিক নম্বর জানিয়ে রাখতে পারেন।

· একটি কাগজে সঙ্কেতে সেই নম্বর এমন ভাবে লিখুন, যা শুধু আপনি বুঝবেন। সেই কাগজটি ট্রলির কোনও খাপে বা মানিব্যাগে ভরে রাখতে পারেন।

· নম্বর ঠিক করার সময় যে কোনও নম্বর না দিয়ে মনে রাখা সহজ হবে বা বিশেষ কোনও ভাবনা থেকে নম্বরটি নির্বাচন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement