Operation Sindoor

জঙ্গি নিকেশ ভারতের, পাল্টা সাধারণ মানুষকে নিশানা পাকিস্তানের, লাগাতার গোলা বারুদের হামলা পুঞ্চে

নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার গোলা বারুদের হামলা। পুঞ্চ, রাজৌরি, অখনুর। শুধুমাত্র পুঞ্চেই ১৩ জনের মৃত্যু। নিহতের তালিকায় মহিলা ও শিশুরা। নিহত হয়েছেন ভারতীয় সেনার এক ল্যান্সনায়েক।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ২০:০৯
Share:
Advertisement

পহেলগাঁওয়ের জঙ্গিহানার বদলায় সুপরিকল্পিত ভাবে পাকিস্তানকে জবাব ভারতের। সেনাঘাঁটি নয়, বেছে বেছে নিশানায় জঙ্গিশিবির। নিশানায় পাক অধিকৃত জম্মু-কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঠিকানা। লশকর, জইশের ঘাঁটি। পাক নিশানায় নিরীহ সাধারণ মানুষ। নিয়ন্ত্রণরেখা বরাবর একতরফা গোলাবর্ষণ পাক সেনার। জনপদে হামলা। পাক হামলায় বুধবার পুঞ্চ সেক্টরে নিহত হন ল্যান্সনায়েক দীনেশ কুমার। ভৌগলিক অবস্থানের কারণে পুঞ্চে হামলা করা পাকিস্তানের পক্ষে সুবিধাজনক। আর তাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে জম্মুর পুঞ্চ। একইরকম ভাবে পাক হামলার শিকার উরি, কুপওয়ারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement