পহেলগাঁওয়ের জঙ্গিহানার বদলায় সুপরিকল্পিত ভাবে পাকিস্তানকে জবাব ভারতের। সেনাঘাঁটি নয়, বেছে বেছে নিশানায় জঙ্গিশিবির। নিশানায় পাক অধিকৃত জম্মু-কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঠিকানা। লশকর, জইশের ঘাঁটি। পাক নিশানায় নিরীহ সাধারণ মানুষ। নিয়ন্ত্রণরেখা বরাবর একতরফা গোলাবর্ষণ পাক সেনার। জনপদে হামলা। পাক হামলায় বুধবার পুঞ্চ সেক্টরে নিহত হন ল্যান্সনায়েক দীনেশ কুমার। ভৌগলিক অবস্থানের কারণে পুঞ্চে হামলা করা পাকিস্তানের পক্ষে সুবিধাজনক। আর তাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে জম্মুর পুঞ্চ। একইরকম ভাবে পাক হামলার শিকার উরি, কুপওয়ারা।