১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বায়ুসেনার সাহায্যে এগিয়ে আসেন ভুজের প্রায় ৩০০ মহিলা। পাক গোলায় ক্ষতিগ্রস্ত বায়ুসেনার রানওয়ে মেরামতে হাত লাগান। ৭২ ঘণ্টার মধ্যে ফের ব্যবহারযোগ্য হয়ে ওঠে সেই রানওয়ে। মাধাপর গ্রামের সেই বীরাঙ্গনাদের মধ্যে অনেকেই বেঁচে আছেন। বর্তমান ভারত-পাক সংঘর্ষ নিয়ে কী বলছেন তাঁরা?