বই লুকিয়ে রাখা থেকে হস্টেলের তালাবন্ধ ঘরে ঘুম, জরুরি অবস্থার নানা অভিজ্ঞতা
এক জন কলকাতার কলেজের প্রাক্তন অধ্যাপক। অন্য জন দিল্লির প্রাক্তন ছাত্রনেতা। কেমন দেখেছেন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকে?
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০৯:৪৮
Share:
Advertisement
১৯৭৫ থেকে ১৯৭৭। ২১ মাসের জরুরি অবস্থা। জাতীয় সুরক্ষার নামে নাগরিকের সব মৌলিক অধিকার মুলতুবি। ধরপাকড়, পুলিশি অত্যাচার। কেমন ছিল সেই সময়? আনন্দবাজার ডট কমে কলকাতার এক প্রাক্তন অধ্যাপক ও দিল্লির এক প্রাক্তন ছাত্রনেতার অভিজ্ঞতা।