সম্প্রতি মিউজিক ভিডিয়োর শুটিং করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ফিসফাস যে, বয়কটের মুখে পড়েছেন অভিনেতা। ফেডারেশন যদিও বলছে, এ সম্পর্কে কোনও তথ্য ছিল না। বয়কট সংক্রান্ত বিষয়ও ব্যক্তিগত ভাবনা। এ সবের মধ্যেই নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী অভিনেতা। জানাচ্ছেন, প্রয়োজনে কালীঘাটের রাস্তাতেও তিনি অভিনয় করতে পারেন।