বাঙালি নারীর পছন্দ শাড়ি। পুজোর সাজ নইলে অধরা। অভিনেত্রী রুক্মিণী মৈত্রও সে-পথে। আর পছন্দসই শাড়ির খোঁজে তিনি পৌঁছে গিয়েছেন বালিগঞ্জের সিমা গ্যালারিতে।