পড়ন্ত বিকেলে ময়দানে এসে থামল ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়ি। তারকা হয়ে যাওয়ার পর আর এমন উদ্দেশ্যহীন টহল দেওয়া হয়নি কলকাতার রাস্তায়। পুরনো কথা বলতে বলতে ফিরে গেলেন ছোটবেলায়। ঘোড়ার গাড়ি চড়লেন, ফুচকা খেলেন, বেলুন ফাটালেন। বলা ভাল মনের ইচ্ছে পূরণ করলেন। তাঁর টহল-সঙ্গী আনন্দবাজার ডট কম।