গুজরাতের অহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। উড়ান শুরুর মিনিট কয়েকের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনায় মৃত আড়াইশোর উপরে।
১২ জুন বৃহস্পতিবার, দুপুর দেড়টায় অহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৩ নম্বর রান ওয়ে থেকে উড়ান শুরু করে এয়ার ইন্ডিয়ার বিমান ওয়ান সেভেন ওয়ান। ১টা বেজে ৩৮ মিনিটে রেকর্ড হয় বিমানের শেষ লোকেশন। ৬২৫ ফিট উচ্চতায় হঠাৎ অঘটন। রেডার থেকে হারিয়ে যায় উড়ান। ঠিক পাঁচ মিনিটের মধ্যেই দুর্ঘটনা। অহমেদাবাদের মেঘানি নগরে চিকিৎসকদের হস্টেলের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। এয়ার ইন্ডিয়া প্রকাশিত যাত্রী তালিকা অনুযায়ী, বিমানে ছিলেন ১৬৯ জন ভারতীয়। বিদেশিদের মধ্যে ছিলেন ৫৩ জন ব্রিটিশ। এ ছাড়াও ৭ জন পর্তুগিজ় এবং একজন কানাডিয়ান। ১১ বছর পুরনো এই বিমানের দুর্ঘটনার পর অহমেদাবাদ বিমানবন্দর থেকে সব উড়ান বাতিল করা হয়।