মুসলিম নাম নিয়ে পাকিস্তানে, রিকশাওয়ালার বেশে স্বর্ণমন্দিরে অপারেশন সিঁদুরেও তাঁর নাম
কেরল ক্যাডারের আইপিএস থেকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৯:২৭
Share:
Advertisement
পাকিস্তানকে চেনেন হাতের তালুর মত। কখনও রিকশাওয়ালা কখনও মুসলিম পাক যুবক। ছদ্মবেশে বারবার কব্জা করেছেন জঙ্গিদের। তাঁর আসল শক্তি মগজাস্ত্র। বালাকোট, উরির সার্জিকাল স্ট্রাইক। একাধিক সেনা অভিযানের নেপথ্যে তিনি। নাম অজিত ডোভাল।