ছয় জনের মৃত্যু। আহত একশো জনেরও বেশি। ২০০৮ থেকে ২০২৫ সাল। দীর্ঘ সতেরো বছর ধরে বিচার প্রক্রিয়া। শেষ পর্যন্ত মালেগাঁও বিস্ফোরণের সব অভিযুক্তকেই বেকসুর খালাস। আপতত মুক্ত প্রজ্ঞা ঠাকুর, প্রসাদ পুরোহিতরা। ‘গেরুয়া সন্ত্রাস’ বলে কিছু হয় না, দাবি করছে বিজেপি।