এক তেরো বছরের কিশোরের মৃত্যুর পর একটি নোট উদ্ধার হয়। মা-কে লেখা শেষ চিঠি। চোর বদনাম দেওয়া হয় বাচ্চাটিকে। অভিযোগ, সামাজিক ভাবে অপমান করা হয় তাকে। বাড়িতে অভিভাবকেরাও শাসনের নামে মারধর করেন। তারপরেই চরম পরিণতি। কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ওই কিশোর। কেন এমন চরম পরিণতির দিকে এগিয়ে গেল কিশোরটি?