বোলপুর থানার আইসি লিটন হালদারকে টেলিফোনে অশ্রাব্য গালিগালাজ করছেন অনুব্রত মণ্ডল, ভাইরাল একটি অডিয়ো ক্লিপ (অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দাবাজার ডট কম)। আইসির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেস একটি বিবৃতি দিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছে। চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় অনুব্রতকে। সময়ের আগেই পুলিস সুপারের কাছে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন অনুব্রত। থানায় তলব করা হয়েছে তাঁকে।