সিয়াং নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চিন। একেবারে অরুণাচল প্রদেশের কান ঘেঁষে। সিয়াং-এর নিম্নগতির নাম ব্রহ্মপুত্র। চিনের এই বাঁধ নিয়ে আপত্তি জানায় ভারত। চিন গুরুত্ব দেয়নি। অরুণাচলের মুখ্যমন্ত্রীর আশঙ্কা, বর্ষার মরসুমে চিন এই বাঁধকে ‘জল বোমা’র মতোই ব্যবহার করতে পারে।