অধ্যাপক আলি খান মাহমুদাবাদ অখলক, পহেলু খাঁ-দের মতো মানুষের নিরাপত্তা নিয়েই শাসক দলকে প্রশ্ন করেন। কোট আন কোট দ্বিচারিতা নিয়ে কথা বলেন। অন্যায় ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। এই দাবি জানিয়ে অধ্যাপক মাহমুদাবাদ সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি করেছেন। অধ্যাপকের পক্ষে দাঁড়িয়ে খোলা চিঠিতে সই করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, রোমিলা থাপার, অর্থনীতিবিদ জয়তী ঘোষ।