অসমের বিজেপি সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত। বাংলাদেশ সীমান্ত লাগোয়া ধুবরি, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ সালমারা-মানকাচর বা গোয়ালপাড়ার মতো স্পর্শকাতর জেলার আদি বাসিন্দাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হিমন্ত বিশ্বশর্মার। “অসম সরকারকে কেন বলতে হল জনতার হাতে বন্দুক তুলে দেব! আইন শৃঙ্খলা কেউ নিজের হাতে নিতে পারে?”, সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য, “অসমের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং সংবেদনশীল। জাতি, মাটি এবং মাতৃভূমি রক্ষা এবং ভূমিপুত্রদের সাহস ও সুরক্ষা জোগাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।”