অহমদাবাদের বিজে মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ১২ জুন দুপুরে আচমকাই দেওয়াল ভেঙে ঢুকে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই সময়ে ঘটনাস্থলে ছিলেন কলকাতার রাণিকুঠির বিপ্লব পাল। অহমেদাবাদের বিজে হাসপাতালের ২য় বর্ষের ডাক্তারি পড়ুয়া। একের পর এক ঝলসানো দেহ তার চেনা হস্টেল থেকে বেরিয়ে আসতে দেখেছেন বিপ্লব।