‘সিনেমা না কি শেষ পর্যন্ত দু’রকমেরই— হয় ভালো, নয় মন্দ’, বলতেন বুদ্ধদেব দাশগুপ্ত। মন্দের ভিড় বাড়লে ভালর জন্য আকুতি। আপাতত, ভাল-মন্দের সীমানা পেরিয়ে সিনেমা নিয়ে অনেক রকম আলোচনার পরিসর খুলে দিয়েছে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’।