দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ ভারত ছাড়েনি। নাৎজ়ি জার্মান বিশ্বজয়ের আফিমে বুঁদ। রাশিয়ায় স্তালিন জমানা। কে কার রণকৌশলের গোপন খবর রাখবে? চর, গুপ্তচর, টিকটিকির রমরমা। এই সময়ে উত্থান ‘সিলভার’-এর। ব্রিটিশের দেওয়া কোড নেম। আসল নাম ভগৎরাম তলওয়ার।