কী কারণে উড়ান শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই বিমান ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান? যে দুর্ঘটনায় ২৪১ জন বিমানযাত্রী নিহত হন। অহমেদাবাদ লাগোয়া মেঘানি নগরের হস্টেলে ভেঙে পড়লে নিহত হন আরও ৩৪ জন। রহস্যের জট খুলতে পারে একমাত্র ব্ল্যাক বক্স। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করা গিয়েছে। সেই তথ্য পরীক্ষাগারে ডাউনলোডও করা হয়েছে।