বিশেষজ্ঞদের একাংশ শুল্কযুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন। যার ধাক্কাতেই সম্ভবত শেয়ার বাজারের এই রক্তক্ষরণ। দর পড়ে যাওয়ার আশঙ্কায় বাজারে শেয়ার বেচার হিড়িক। আবার অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ অবশ্য এখনই বড় বিপদের কিছু দেখছেন না।
কিন্তু আমেরিকা থেকে রাজস্ব বাবদ বিপুল পরিমাণ টাকা উপার্জন করে যে সব সংস্থাগুলি, শেয়ার বাজারে দর পড়লে, তারা কোন পদক্ষেপ করবে? তার প্রভাব পড়বে বাজারে?