পোশাকে মানুষ লজ্জা ঢাকে। আরামে থাকে। সুস্থ থাকে। কেতাদুরস্ত, পরিপাটি, মার্জিতও থাকে। তা হলে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের পোশাক পরা দেখে সমাজ উতলা কেন? কেচ্ছা কেন? কারণ, তাঁর পোশাক নাকি বিপদসীমা অতিক্রম করে গিয়েছে। বিপদসীমার মাপকাঠি নিয়েই এই প্রতিবেদন।