তিনি অ্যাড এজেন্সিতে চাকরি করতেন। মিউজিক ছিল নেশা। প্রথম তৈরি জিঙ্গলেই বাজিমাত করেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। প্রদীপ সরকারের সঙ্গে ‘পরিণীতা’য় কাজ। সেই থেকেই দেশজোড়া খ্যাতি। সব ধরনের যন্ত্রসঙ্গীতে তাঁর অনায়াস যাতায়াত। এরপর একের পর এক হিট গানে বলিউড থেকে টলিউড মাতিয়ে রেখেছেন শিল্পী।