মোবাইলে অ্যাপ ঢুকিয়ে ফোনে আড়ি পাততে চাইছে সরকার। গোপনীয়তার অধিকারের দফারফা। ‘সঞ্চার সাথী’ অ্যাপকে ঘিরে এই অভিযোগেই সরব বিরোধীরা। যদিও কেন্দ্র বলছে, বাধ্যতামূলক নয়, চাইলে গ্রাহক এই অ্যাপ ডিলিটও করে দিতে পারেন। হোয়টস্অ্যাপের মতো বার্তা-অ্যাপগুলোর সঙ্গে সিম বাইন্ডিং আর সেই সঙ্গে মোবাইলে ‘সঞ্চার সাথী’ অ্যাপ থাকায়, ব্যক্তির উপর সরকারি নজরদারি বাড়বে বলেই আপত্তি বিভিন্ন মহলে। পাশাপাশি, এই ফরমানে ‘অ্যাপল’ বা অন্যান্য মোবাইল প্রস্তুকারী সংস্থার সঙ্গে সরকারের সংঘাত বাধতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।