আট বছর পরে জিএসটি সংস্কার। পণ্য-পরিষেবা করের জটিলতা কমিয়ে নামিয়ে আনা হয়েছে দু’টি ধাপে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, বাংলার পুজোর কথা মাথায় রেখেই ২২ সেপ্টেম্বর থেকে চালু নয়া জিএসটি। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন নয়া জিএসটি আদতে ‘সাশ্রয় উৎসব’। কী বলছেন ক্রেতা-বিক্রেতারা? কতখানি চনমনে বাজার? ঘুরে দেখল আনন্দবাজার ডট কম।