চিনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের দিনেই কারাকাসে ঢুকে মাদুরোকে বন্দি করে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা। ঘটনায় অবশেষে মুখ খুলেছেন, চিনের প্রেসিডেন্ট। জানিয়েছেন, আধিপত্যের রাজনীতিতে নষ্ট হচ্ছে আন্তর্জাতিক শৃঙ্খলা। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদ মানার দাবি তুলে ঘুরিয়ে আমেরিকাকেই বার্তা দিয়েছেন জিনপিং।