৩১ ডিসেম্বর, ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশ। অর্থমন্ত্রক জানিয়েছে, দু’হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের শুল্কে সংশোধনী আনা হল। সরকার এখন থেকে প্রতি এক হাজার সিগারেটে ২,০৫০ টাকা থেকে ৮,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করবে। আকার এবং প্রকারভেদের উপর নির্ভর করবে অতিরিক্ত শুল্কের পরিমাণ। সিগারেট, পানমশলা-সহ তামাকজাত পণ্যের উপর বসবে চল্লিশ শতাংশ জিএসটি। তার সঙ্গে এই ধরনের পণ্যের উপর চাপবে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস। শুধু ভারতই নয়। অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের অন্তত ৮০টি দেশ তামাকজাত পণ্যের উপর ধারাবাহিকভাবে কর বাড়িয়েছে। সরকার জানিয়েছে, কেন্দ্রীয় উৎপাদন শুল্ক সংশোধনের পর তামাকজাত দ্রব্যের উপর যে বাড়তি শুল্ক চাপবে, তা খরচ করা হবে দেশের জনস্বাস্থ্য ও জাতীয় সুরক্ষায়।