Congress Rajbhavan Gherao

লোকসভায় সাসপেন্ড অধীর, প্রতিবাদে রাজভবন ঘেরাও প্রদেশ কংগ্রেসের

বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির শেষে ‘অসংসদীয় আচরণের’ অভিযোগ তুলে অধীরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। বিরোধীশূন্য লোকসভায় সেই প্রস্তাব গ্রহণ করে অধীরকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা।

প্রতিবেদন: রিঙ্কি , সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১৯:৩৩
Share:
Advertisement

মণিপুর নিয়ে উত্তাল দেশ। অথচ হেলদোল নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অধিবেশনে এই প্রসঙ্গ নিয়ে কেন কথা বলছেন না তিনি? এই প্রসঙ্গে মোদীকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এর পর অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির শেষে ‘অসংসদীয় আচরণের’ অভিযোগ তুলে অধীরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। বিরোধীশূন্য লোকসভায় সেই প্রস্তাব গ্রহণ করে অধীরকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। সেই ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস রাজভবন ঘেরাও অভিযানে নামে। বিক্ষোভকারীদের আটক করে কলকাতা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement