পহেলগাঁও থেকে ৫ কিলোমিটার উপরের দিকে ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ বৈসরণ উপত্যকা। চার পাশে পাইনের জঙ্গল ঘেরা পাহাড়। গাড়ি যায় না। গন্তব্যে পৌঁছতে ভরসা টাট্টু ঘোড়া। সব থেকে নিকটবর্তী পোস্ট সিআরপিএফ-এর ১১৬ ব্যাটেলিয়ন। এই ব্যাটেলিয়নেরই সদস্য ছিলেন চরবৃত্তির অভিযোগে ধৃত মতিরাম জাট।