Aleida Guevara

‘চে-র ছবি শুধু জামায় ছাপালে হবে না’, উত্তরপাড়ায় বার্তা গেভারা-কন্যা আলেইদার

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৮:০৩
Share:
Advertisement

চে গেভারার কন্যা আলেইদা গেভারা হুগলির উত্তরপাড়ায়। তাঁকে সংবর্ধনা দিয়েছে একটি সংগঠন। আলেইদা জানান, চে-র ছবি শুধু জামার উপর ছাপিয়ে দিলে হবে না। তাঁর আদর্শকে মেনে চলতে হবে।বালি খাল থেকে শোভাযাত্রা করে উত্তরপাড়া গণভবনে নিয়ে যাওয়া হয় চে-কন্যাকে। সেখানে উপস্থিত ছিলেন শমিক লাহিড়ী, অঞ্জন বেরা, দেবব্রত ঘোষ-সহ বাম নেতৃত্ব। আলেইদা থাকেন কিউবায়। পেশায় তিনি চিকিৎসক। তাঁর মেয়ে এস্তেফানিয়া মাচিন গেভারা অর্থনীতির অধ্যাপক। তিনিও মায়ের সফসঙ্গী।গণভবনে দোভাষীর মাধ্যমে আলেইদা বিশ্ব শান্তি ও ঐক্যের বার্তা দেন চে-র কন্যা। তিনি বলেন, ‘‘উত্তরপাড়া শহরকে ভালবাসা ও আলিঙ্গন জানাই। চে-র আদর্শ ভাল, এটা শুধু কল্পনায় রাখলে চলবে না। পৃথিবীটাকে আরও ভাল করতে হবে। ঐক্যের অভাবটা আমাদের ঘাটতি। রাষ্ট্রের একটা শক্তি আছে কিন্তু জনগণের শক্তি তার থেকেও বেশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement