১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসী দেশে ফিরেছেন। ৪০ ঘণ্টার উড়ানে প্রত্যেককে হাতকড়া এবং পায়ে শিকল পরানো হয়। ভারতীয়দের প্রতি এ রকম অমানবিক আচরণে মোদী সরকারকে নিশানা করেন বিরোধীরা। মুলতুবি হয়ে যায় লোকসভা, রাজ্যসভা দু’কক্ষই। অধিবেশন চালু হলে এ নিয়ে বয়ান দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।