৭ মে, ২০২৫। নবান্নের অর্থ দফতর একটি নির্দেশিকা (নং ১৬৮৪-এফ পি ২)জারি করে। নির্দেশিকায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্জুর হওয়া ছুটি বাতিল করা হয়। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ছুটি আওতার বাইরে রাখা হয়। নবান্নের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পিকে মিশ্রর সই করা নির্দেশিকায় বলা হয়, “জনস্বার্থে এবং সরকারি পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এই আদেশ জারি করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।” কর্মীরা এখন সেই “পরবর্তী নির্দেশের” অপেক্ষায়।