‘ডিয়ার মা’। মায়ের থেকে দূরে যাওয়ার কাহিনি। মায়ের কাছে ফিরতে চাওয়ার গল্প। মুক্তির অপেক্ষায় সেই ছবি। তার আগে ছবির তিন শিশুশিল্পীর সঙ্গে আড্ডায় বসলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। দুষ্টুমি থেকে বৃষ্টিতে ভেজা, নিজেদের পছন্দ থেকে মায়ের রাগ — গল্পে গল্পে উঠে এল সবই। আর পরিচালক জানালেন তাঁর খুদে শিল্পীদের অসমান্য অভিনয় কুশলতার কথা।