স্টেজ টু ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর। সন্তান জন্ম দেওয়ার পরে যকৃতে কর্কট রোগ ধরা পড়ে। টেনিস বল আকৃতির একটি টিউমার। দ্রুত অস্ত্রোপচার করে বাদ দিতে হবে। মারণব্যাধি কর্কটরোগ। ক্যানসারের কি কোনও প্রতিকার নেই? উত্তর হল, আছে। আধুনিক চিকিৎসা এক যুগান্তকারী ভ্যাকসিন তৈরির সন্ধিক্ষণে দাঁড়িয়ে।