আগেই আমেরিকায় স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। এ বারে সেটা বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে। সব দেশের উপরেই এই বাড়তি শুল্ক ধার্য করা হলেও, আপাতত ব্রিটেনকে ছাড় দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, আমেরিকার স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পের স্বার্থেই এই সিদ্ধান্ত। আমেরিকায় ওই সব পণ্য রফতানিকারী দেশগুলির মধ্যে ভারত একটি। ভারত কি ট্রাম্পের এই সিদ্ধান্তে খানিক বেকায়দায়?