ইরানে ইতিহাসের পুনরাবৃত্তি। নতুন সময় বইছে নতুন খাতে। খামেনেই-জমানায় জমে ওঠা ক্ষোভ, বিক্ষোভ হয়ে নেমেছে রাস্তায়। পালাবদলের পালায় পথে নেমে মৃত্যু প্রায় ৫০০ জন প্রতিবাদীর। দশ হাজারের বেশি মানুষ হয় আটক নয় গ্রেফতার। ১৯৭৯ সালের পর নতুন খাতে বইছে ইরানের ইতিহাস। এই প্রেক্ষিতেই ট্রাম্পের শুল্ক-হুমকি। ২৫ শতাংশ শুল্কের প্রভাব পড়বে ইরানের বাণিজ্য-বন্ধু ভারতের উপরেও।