Trump announces Gold Card
অবৈধ অভিবাসীদের পায়ে শিকল, সচ্ছল মানুষদের আমেরিকার নাগরিক হতে আমন্ত্রণ, ট্রাম্পের ‘গোল্ড কার্ড’
আমেরিকার নাগরিকত্ব পেতে এ বার পকেটে মোটা ডলার থাকলেই চলবে। গ্রিন কার্ডের পর এ বার চালু হচ্ছে গোল্ড কার্ড! গোল্ড কার্ড পেতে গুনতে হবে ভারতীয় মুদ্রায় সাড়ে ৪৩ কোটি টাকা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২
ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন। মঙ্গলবার নতুন নীতির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যাবে ‘গোল্ড কার্ড’, যা আমেরিকায় নাগরিকত্বের প্রমাণ। এত দিন ‘গ্রিন আমেরিকায় অভিবাসীদের নাগরিকত্ব পেতে ‘গ্রিনকার্ড’ প্রয়োজন ছিল। এ বার চালু হবে ‘গোল্ড কার্ড’। ট্রাম্প জানিয়েছেন গোল্ড কার্ড ‘গ্রিন কার্ড’-এর ‘প্রিমিয়াম’ সংস্করণ।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)