ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের। রুশ-তেল কেনায় ভারতের উপর যে খুশি নন, তা খোলসা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ দিকে মাদুরো-হরণে উদ্বেগ প্রকাশ করেই কাজ সেরেছে ভারত। ভেনেজ়ুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পর বদলাবে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ। সেই প্রেক্ষিতেই ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কি দিনে দিনে শাঁখের করাত হয়ে উঠছে মোদী সরকারের কাছে?