নিত্যযাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে এসি লোকাল ট্রেন
এসি লোকাল ট্রেনের ভাড়া ঘোষণা করেছে পূর্ব রেল।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৭:০৭
Share:
Advertisement
প্রথম এসি লোকাল
ট্রেনের রেক এসে পৌঁছল পশ্চিমবঙ্গে! আরও একটি রেক আসার কথা। বুধবার দুপুরে
রানাঘাটে আসে ওই রেকটি। আপাতত তা সেখানেই থাকবে। শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন
চালু হতে আরও কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে পূর্ব রেল।